1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কর্মপরিকল্পনা ছাড়াই ডিএনসিসির ৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ!

রাজধানী ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২১, ০১:০৬ পিএম কর্মপরিকল্পনা ছাড়াই ডিএনসিসির ৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ!

ঢাকাঃ জলাবদ্ধতা নিরসনে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা ছাড়াই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার ঘোষণা হয়েছে। যা নিয়ে প্রশ্ন উঠেছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, কর্মপরিকল্পনা করে বর্ষার আগে এই বরাদ্দ দিলে নালাগুলো পরিষ্কার ও সচল করা যেত। এর কিছুটা সুফল পাওয়া যেত। এখন এই টাকা খরচের জন্য হয়তো তড়িঘড়ি করে একটি পরিকল্পনা করা হবে।

গত বৃহস্পতিবার ডিএনসিসির সর্বোচ্চ ফোরাম বোর্ড সভায় ২০ জনের মতো কাউন্সিলর বলেন, জলাবদ্ধতার কারণে মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। এ সমস্যার সমাধান না হওয়ায় নাগরিকদের ক্ষোভ প্রকাশ করছেন। ভরা বর্ষার আগেই এবার রাজধানীর কিছু এলাকায় জলবদ্ধতার কারণে চলতি জুন মাসের ১ ও ৫ তারিখ ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে এ নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করেছেন, কাউন্সিলরদের বিদ্রূপ করেছেন।

কাউন্সিলরদের এমন বক্তব্যের পর মেয়র জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে থোক বরাদ্দ দেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দেন। তবে কোন প্রক্রিয়ায় এই অর্থ ব্যয় করা হবে, তা এখনো ঠিক করেনি করপোরেশন।

যদিও শিগগিরই এই টাকা বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। তিনি বলেন, কোথাও পানি জমলে কাউন্সিলররা যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেন, সে জন্যই এই বরাদ্দ। এর জন্য কোনো প্রকল্প কিংবা কাজের পরিধি নির্ধারণ করে দেওয়া হবে না। তিনি বলেন, কাউন্সিলরদের হাতে কিছুই থাকে না। তাঁরা একদম জনগণের সামনে দাঁড়াতে পারেন না। এটা খুবই দুঃখজনক। সুতরাং কাউন্সিলরদের হাতে ১০ লাখ টাকা থাকলে তাঁরা তাৎক্ষণিকভাবে যদি ৫০ হাজার টাকাও খরচ করতে পারেন, তাহলে তাঁদের মুখরক্ষা হয়।

উল্লেখ্য, ঢাকা উত্তরে ৫৪টি ওয়ার্ড রয়েছে। তবে বরাদ্দ করা টাকা সংরক্ষিত ১৮টি নারী ওয়ার্ডের কাউন্সিলররা পাবেন। সে হিসাবে মোট ৭২ জন কাউন্সিলরকে দেওয়া হবে ৭ কোটি ২০ লাখ টাকা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner