
ঢাকাঃ বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করে করোনা নেগেটিভ সনদ নেয়ায় ৩২ প্রবাসী সৌদি আরব যেতে পারেননি।
গতকাল শনিবার (২৬সেপ্টম্বর) সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৭ ফ্লাইটটি এসব প্রবাসীদের বোর্ডিং পাস না দিয়ে তাদের রেখেই সৌদির উদ্দেশে রওনা হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র।
ওই ফ্লাইটে যেতে না পারা এক যাত্রী বলেন, আমি এনাম মেডিকেল সেন্টার থেকে করোনা পরিক্ষা করিয়েছে। টিকিট সংগ্রহের সময় আমাদের বলা হয়নি যে মহাখালী করোনা পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে। এখন বিমানবন্দরে এসে শুনি আমাদের যেতে দেয়া হবে না।
এদিকে ফ্লাইটটি ঢাকা ছেড়ে গেলেও ৩২ জন যাত্রী বিমানবন্দরের ভেতরেই অবস্থান করছেন বলে জানা গেছে।
আগামীনিউজ/জেহিন