1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মিলানে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০১:৫২ পিএম মিলানে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। দিবসের প্রথম প্রহরে কনসাল জেনারেল জনাব ইকবাল আহমেদ প্রভাতফেরির মাধ্যমে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন চত্ত্বরে কনস্যুলেট কর্তৃক অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, ইতালীয় ও অন্যান্য দেশের কয়েকজন নাগরিক অংশগ্রহণ করেন। 

একুশে ফেব্রুয়ারি সকালে কনসাল জেনারেল জনাব ইকবাল আহমেদ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। বিকালে কনস্যুলেট জেনারেলের হলরুমে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অত:পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংক্রান্ত একটি বিশেষ প্রামান্যচিত্র এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেরুয়ারি’ গানটির সুরকার শহীদ আলতাফ মাহমুদকে শ্রদ্ধা জানিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ অধ্যয়নরত ১৭টি দেশের শিক্ষার্থীদের নিজ নিজ ভাষায় এ গানটি পরিবেশন নিয়ে আরেকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে প্রথমে ভারতীয় কনসাল জেনারেল, কম্যুনে দি মিলানো এর ইকুয়াল রাইটস কমিটির প্রধান দিয়ানা দি মার্কি ,কম্যুনে দি মিলানো এর কাউন্সিলার ও ব্লুম কলেজের অধ্যক্ষ বক্তব্য রাখেন। তারা বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এং পৃথিবীর সর্বত্র মাতৃভাষা সংরক্ষণের প্রতি গুরুত্ব দেন।

সভাপতির ভাষনে কনসাল জেনারেল জনাব ইকবাল আহমেদ ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আজকের এ অনুষ্ঠানে বিভিন্ন ভাষাভাষী মানুষের বিপুল উপস্থিতি মাতৃভাষার প্রতি সকলের ঐকান্তিক ভালবাসা এবং এ দিবসটির বিশেষ তাৎপর্যের সাক্ষ্য বহন করে।

পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোররা গান ও কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে বাংলাদেশি খাদ্য আপ্যায়ন করা হয়।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner