1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দেশে এখন ডেমোক্রেসি নেই, চলছে আওয়ামীক্রেসি : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৭:৫৮ পিএম দেশে এখন ডেমোক্রেসি নেই, চলছে আওয়ামীক্রেসি : জিএম কাদের
ফাইল ছবি

বগুড়াঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে এখন ডেমোক্রেসি নেই, এখন চলছে আওয়ামীক্রেসি। কারণ, এই সরকার জনগণের জন্য কাজ করছে না, তারা কাজ করছে আওয়ামী লীগের জন্য।

রোববার (৩০ জুলাই) বগুড়া জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের শহীদ টিটু মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা জাপার আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহ এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইমলাম মাহমুদ এমপি, অতিরিক্ত মহাসচিব শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম তালুকদার এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাপার সদস্য সচিব নূরুল ইসলাম ওমর।

জিএম কাদের বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা আওয়ামী লীগের প্রভাব মুক্ত হতে পারছেন না। নির্বাচনের জন্য যারা কাজ করছেন তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, নির্বাচনের পরে যারা সুবিধা ভোগ করছেন তারাও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সেখানে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। এটাকে গণতন্ত্র বলা যায়না, এটা আওয়ামী লীগতন্ত্র। এখন আমাদের দেশকে আওয়ামীক্রেসি থেকে মুক্ত করতে হবে।


জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিকে মানুষ গ্রহণ করেনা, তার একটি প্রধান কারণ জাতীয় পার্টির সবচেয়ে ক্ষতি করেছে বর্তমান সরকার আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ধ্বংস ও দুর্বল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকার বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ফলে জাতীয় পার্টি কোনদিন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি। জাতীয় পার্টির যে স্বাধীন রাজনীতি আছে, এটা জনগণের কাছে তুলে ধরতে পারেনি।

জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের বি টিম ছিল জানিয়ে তিনি বলেন, আমরা যতবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, ততবারই আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা স্বাধীন রাজনীতি করতে পারিনি। এখনও এই ষড়যন্ত্র চলছে। যারা জাতীয় পার্টি থেকে চলে গেছে কিংবা বহিষ্কার হয়েছে তাদেরকে সামনে এনে প্রচার করা হচ্ছে আমরা বিভাজিত হয়েছি। এটা প্রচার করছে সরকার। এর সমাধান হচ্ছে জনগণের জন্য কাজ করতে হবে। এজন্য রাজপথে থাকতে হবে। জনগণ যে রাজনীতি গ্রহণ করবে এবং বিশ্বাস করবে সেটাই করতে হবে।


সম্মেলনে প্রস্তাবিত নামের সমন্বয়ে আগামী ১৫দিনের মধ্যে বগুড়া জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হবে বলে জানান জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner