1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজধানীর ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ১২:০৬ পিএম রাজধানীর ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ

ঢাকাঃ রাজধানীর নয়াবাজারে বাবুবাজার ব্রিজের প্রবেশমুখে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টা দিকে দলটির পূর্বঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা ওই স্পটে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

জানা গেছে, সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশের কাঁদানে গ্যাসের জবাবে ইট-পাটকেল ছুড়তে থাকে বিএনপির নেতাকর্মীরা। এতে পুলিশ কিছুটা পিছু হটে। এ সময় সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নয়াবাজার এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় উপস্থিত ছিলেন। 

বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। পরে ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, গাবতলী, যাত্রাবাড়ী দনিয়া, টঙ্গী, আবদুল্লাহপুর, বাবুবাজার, নবাবপুর প্রভৃতি এলাকায় অবস্থান ও শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও।

এদিকে দুই দলের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে রাতে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে একটি বার্তা পাঠানো হয়। এতে দুই দলকেই অবস্থান কর্মসূচির অনুমতি না দেওয়ার বিষয়টি জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি। শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালনের কথা জানায় দলটি। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner