ঢাকাঃ যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসে অসুস্থ হয়ে জিন্নাত আলী হারু (৫০) নামে এক নেতার মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিরু যুবলীগের ইউনিয়ন সভাপতি ছিলেন।
জিন্নাত আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা যুবলীগ কর্মী শফিকুল ইসলাম বলেন, আমরা রাজশাহী জেলার মোহনপুর থানা থেকে যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছি। হঠাৎ গরমে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশ ছিল। রাজশাহী থেকে ঢাকায় এসে সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বুইউ