1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘খেলা হবে’ শ্লোগানের যে ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০২:২৪ পিএম ‘খেলা হবে’ শ্লোগানের যে ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের

ঢাকাঃ ‘খেলা হবে’ স্লোগানের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানিয়েছেন, এটা রাজনৈতিক হাস্যরস। দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে এ স্লোগান। এই স্লোগান মানুষ গ্রহণ করে নিয়েছে। 

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

আপনি সাম্প্রতিক সময়ে বলেছেন যে খেলা হবে। খেলাটি আপনি বলছেন যে আন্দোলনে এবং নির্বাচনে। বিএনপি ইতোমধ্যে সাফ জানিয়ে দিয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে যাবে না। সেক্ষেত্রে খেলাটা রাজপথে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তো রাজপথে আপনাদের কী খেলা হবে, রাজপথের খেলার ধরণ কী হতে পারে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা একটা পলিটিক্যাল হিউমার (রাজনৈতিক হাস্যরস), যা পাবলিক একসেপ্ট করেছে...। যে বাচ্চা ফুল বিক্রি করে, সেও আমার গাড়ি দেখেই বলে খেলা হবে...এটা মানুষ একসেপ্ট করে ফেলেছে।’

তিনি বলেন, ‘খেলা হবে কথাটা ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন, নরেন্দ্র মোদিও বক্তব্যের শুরুতে বলেছিলেন খেলা হবে। সেটা একটু হিন্দি টোনে। সেখানে পুরো নির্বাচনটি ডমিনেট করেছে খেলা হবে।’

সরকারের এ মন্ত্রী বলেন, ‘উইকিপিডিয়া আছে। সেখানে আপনারা একটু দেখুন। সেখানেও এই খেলা হবে আছে।’

বিএনপির বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এখন তত্ত্বাবধায়ক ছাড়া হবে না, এটা তারা বলছে; বলুক। আমার মনে হয়, যত কিছুই বলুক, নির্বাচনের প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। কোথায় কত টাকা-পয়সা দেবে, সবকিছুর খোঁজ খবর তো আমাদের কাছে আছে। টাকার উৎসও আমরা জানি।’

তিনি বলেন, ‘এই ইলেকশনে কারা কত দেবে, সেগুলো মোটামুটি একটা হিসাব তারা করে ফেলছেন। শেষ পর্যন্ত আমার বিশ্বাস তারা ইলেকশনে আসবে।’

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner