1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

তাবিথকে নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনারকে চিঠি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০২:৩১ এএম তাবিথকে নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনারকে চিঠি

ঢাকাঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে নিরাপত্তা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামকে চিঠি দিয়েছেন উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। তাবিথের অভিযোগের প্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিতে এই চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে চিঠিটি পাঠানো হয়। এর আগে রোববার (১২ জানুয়ারি) উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা বরাবর নিরাপত্তা চেয়ে চিঠি দেন তাবিথ আউয়াল। এরপর তিনি এ চিঠি পাঠিয়েছেন।

তাবিথ আউয়ালের নিরাপত্তা চেয়ে পাঠানো চিঠি সংযুক্ত করে ডিএমপি কমিশনারকে দেওয়া রিটার্নিং কর্মকর্তার চিঠির বিষয় লেখা হয়েছে, মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নিরাপত্তা প্রদান প্রসঙ্গে। চিঠিতে বলা হয়েছে, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনপত্রটি এই চিঠির সঙ্গে পাঠানো হলো।

এ বিষয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল আমাদের কাছে যে অভিযোগ করেছেন, সেটি আমরা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। প্রত্যেক প্রার্থীর অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

তাবিথ তার চিঠিতে অভিযোগ করেন, ১২ জানুয়ারি, ২০২০ তারিখে আনুমানিক বেলা ১১ টায় মিরপুরস্থ দারুস সালাম থানা এলাকায় গণসংযোকালে প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন আমাকে ও আমার সাথের লোকজনকে লাঠিসোটা নিয়ে অতর্কিত আক্রমণ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়।


এ ধরনের কার্যকলাপ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধানের পরিপন্থী। অতএব, এ বিষয়ে তদন্তপূর্বক জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনপূর্ব সময়কালীন একজন মেয়র প্রার্থী হিসেবে আমার প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ নির্দেশনা জারির জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

চিঠির অনুলিপি তিনি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের একান্ত সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার, ডিএনসিসি'র সহকারী রিটার্নিং অফিসার-৫, মিরপুর থানা নির্বাচন অফিসার, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট-৫, দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠান।

মোরসু/আরআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner