1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৫:৩৪ পিএম খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে : আইনমন্ত্রী
ফাইল ছবি

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার পরিবার আবেদন করেছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার গণমাধ্যমকে তিনি জানান, এ দিন খালেদার মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

তবে কী মতামত দেওয়া হয়েছে তা আনিসুল হক উল্লেখ করেননি।

গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

জানা গেছে, আগেরবারের মতো এবারও চিঠিতে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চাওয়া হয়েছে।

গত ১৫ মার্চ শেষবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। গত বছর মহামারির শুরুতে পরিবারের আবেদনে সরকার তার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে সাময়িক মুক্তি দেয়।

সে সময় শর্ত দেওয়া হয়, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এরপর থেকে গুলশানের ভাড়া বাসাতেই থাকছিলেন ৭৭ বছর বয়সী খালেদা জিয়া।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner