নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, চারদিকে পঁচাত্তরের মতো ঘটনা ঘটানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে।
ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে ঘরে বসে, বিদেশে বসে, মুখোশ পরে এবং মুখোশ ছাড়া। আমাদের ভেতরে ঢুকে এবং আমাদের বাইরে থেকেও ষড়যন্ত্র করা হচ্ছে।
গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্য দিচ্ছিলেন। শামীম ওসমান সবার কাছে দলীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন রাজনীতিতে আসার কথা নয়। ১৪ বছর বয়সে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে তখন সংসদ সদস্য বা মন্ত্রী হতে আসিনি। বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি আদায়ের জন্য রাজনীতিতে এসেছি। তিনি আরও বলেন, যারা জাতীর পিতাকে হত্যা করেছে, তারা কিন্তু শুধু একজন মানুষকে মারেনি। তারা এ দেশের যুবসমাজের স্বপ্ন শেষ করে দিয়েছে। আমরা যারা কিশোর ছিলাম, আমাদের কৈশোর আমরা পাইনি। আমাদের যৌবন আমরা পাইনি। আমাদের দেশের ছেলেদের আজ বিদেশে যাওয়ার কথা নয়। বঙ্গবন্ধু জীবিত থাকলে বিদেশের ছেলেরা আজ বাংলাদেশে আসত।
আগামীনিউজ/এএইচ