1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এবার রাজপথে নামার হুঁশিয়ারি রিজভীর

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০৩:৫০ পিএম এবার রাজপথে নামার হুঁশিয়ারি রিজভীর
ছবি : সংগৃহীত

ঢাকাঃ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক ছাত্রদল নেতা ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি বাধাগ্রস্ত হলে আর ফুটপাত নয়, এবার রাজপথে ব্যারিকেড তৈরি করব।

ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি তো ক্ষমতায় টিকে আছেন বন্দুকের নলের জোরে। বন্দুকও অনেক সময় কাজ করে না, অকার্যকর হয়ে যায় জনগণের শক্তির কাছে।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘ইসহাক সরকার কী অপরাধ করেছে যে ওর নামে ৩০০টি মামলা। সে তো ফরিদপুরে ছাত্রলীগ নেতার মতো টাকা পাচার করেনি। সে তো খালেদ, শামীম ও সম্রাটের মতো ক্যাসিনো ব্যবসা করেনি। কেন আজও দুই বছরের অধিককাল সে কারাগারে?’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই মুক্তি যদি বাধাগ্রস্ত হয় আর ফুটপাত নয়, এবার রাজপথে এমন ব্যারিকেড তৈরি করব আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না।’

এ সময় ১৫ ও ২১ আগস্ট হামলার সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা কী আপনারা জানেন? ওনার মনের ইচ্ছা- আমি যা বলব ওইটা বিশ্বাস করতে হবে।  ওনার বিরুদ্ধে কেউ কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইন, বিচারবহির্ভূত হত্যা-গুম একটার পর একটা কর্মসূচি সাজিয়ে রেখেছেন।’

ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘ছাত্রদল নেতার অপরাধ হচ্ছে- দেশের এই করোনাকালীন সময়ে বন্যা দুর্যোগের কাছে ত্রাণ নিয়ে যাচ্ছেন।’

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner