1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাতক্ষীরায় কৃষকের ধান কাটছে যুবলীগ-ছাত্রলীগ-কৃষকলীগ

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ০৫:৩৩ পিএম সাতক্ষীরায় কৃষকের ধান কাটছে যুবলীগ-ছাত্রলীগ-কৃষকলীগ

সাতক্ষীরায় কৃষকদের ধান কেটে দিচ্ছে জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) সকালে সাতক্ষীরার বকচরা বিলে এ কর্মসূচিতে সরাসরি অংশ নেন জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা।

জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান জানান, করোনা ভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের নেতা-কর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌছে দিয়ে মাড়াই করে দেওয়ার জন্য বলা হয়েছে।

তিনি বলেন,  করোনার কারণে কৃষক যেনো ক্ষতিগ্রস্থ না হন সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাতক্ষীরায় এ কর্মসূচি যথাযথভাবে পালন করা হচ্ছে।

এদিকে সাতক্ষীরা পৌর যুবলীগ নেতা মনোয়ার হোসেন অনু জানান, জেলা যুবলীগের প্রত্যেকটি ইউনিটকে কৃষকের কাজে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আশাশুনি উপজেলা যুবলীগ নেতা তোষিকে কাইফু জানান, কৃষকদের ধানকাটা কাজে আশাশুনি উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি'র সরাসরি  দিকনির্দেশনায় মাঠে আছে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

আগামী নিউজ/ আসাদুজ্জামান/ তামিম 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner