ঢাকা : দলের জন্য রিজভীর যে ত্যাগ এবং অবদান তা আমাদের কাছে স্বরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
শুক্রবার (৬ মার্চ) সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর লেখা সময়ের স্বরলিপি বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘এই দলের জন্য বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী দিনের পর দিন পল্টন অফিসে দিন কাটায়, ভাবিও তাকে সমর্থন ও উৎসাহ দেন। না হলে কিভাবে সে এখানে দিন কাটায়।’
মওদুদ বলেন, ‘রিজভীর রক্তে পার্টি অফিস মানে পার্টি ও দল একেবারে মিশে দেছে। শত অত্যাচার-নির্যাতন, জেল-জুলুমের মধ্যেও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে মিছিল করছে রিজভী। যাদের করার কথা তাদের তো দেখি না। সে দলটাকে পাহারা দিচ্ছে। ‘সময়ের স্বরলিপি’ লেখার সময় পেলো কোথায়। রিজভীর এই অবদান এই দলের কোনো নেতাকর্মী কোনদিন ভুলতে পারবে না।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমাদের দেশে পড়ার লোক খুবই কম। দলের প্রত্যেক নেতাকর্মী এই বইটা যেনো পড়েন। রিচ ভান্ডার রিজভীর লেখা, দর্শনের মধ্যে রয়েছে। বইটি জনখ্যাতি লাভ করবে।’ বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এই বইটি পড়া আহ্বান জানান তিনি।
এসময় এই বই বিক্রির টাকা বেগম খালেদা জিয়া ফাউন্ডেশনে দিয়ে দেয়ার ঘোষণা দেন রিজভী। অনুষ্ঠানে সভপতিত্ব করেন ড. এমাজউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।
আগামীনিউজ/রাফি/সবুজ