1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিদ্যুৎ-পানির দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যাবে - জিএম কাদের

আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৩:০০ পিএম বিদ্যুৎ-পানির দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যাবে - জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর ফলে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে যাবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌচাক মার্কেটের ‘ইউরো গার্ডেন চাইনিজ রেস্তোরায়’ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘এই মূল্যবৃদ্ধির কারণে নিম্নবিত্তের লোকজনের কষ্ট বেড়ে যাবে। পরিবহন ভাড়া, বাসা ভাড়া থেকে অনেক কিছুর দাম বেড়ে যাবে। এতে সাধারণ মানুষের অনেক কষ্ট হবে। সরকারের কাছে অনুরোধ করব, এই মূল্যবৃদ্ধির আদেশ পুনর্বিবেচনা করার জন্য। আমরা চাই সাধারণ মানুষ যেন কষ্টে না থাকে।’

তিনি আরো বলেন, ‘ভর্তুকি কমাতেই বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছে। কিন্তু দেশের হতদরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করেই তো সরকার ভর্তুকি দেয়।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে উৎপাদন, পরিবহন ও মার্কেটিংয়ের খরচ বৃদ্ধি পায়। এতে পণ্যমূল্য বেড়ে যাবে অনেক। এমনিতেই দেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা, তাই বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে না।’

জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner