1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

তাবিথ-ইশরাক ‘জনতার মেয়র’

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২০, ০৭:৫১ পিএম তাবিথ-ইশরাক ‘জনতার মেয়র’

সদ্য সমাপ্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে ‘জনতার মেয়র’ বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেতারা।

তারা বলেছেন, যাদেরকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র বলা হচ্ছে, তারা হচ্ছেন মেশিনের মাধ্যমে কারচুপি করে জেতা মেয়র। আর তাবিথ ও ইশরাক হচ্ছেন জনতার মেয়র।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে তার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করে বিএনপি। সমাবেশে প্রায় সব বক্তাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে জনতার মেয়র বলে আখ্যা দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সমাবেশে অনেকে বলেছে, আমিও বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেন। আর যাদেরকে এই সরকারের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা মেশিনের মেয়র জনগণের নয়।

স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ২ জন মেয়র হয়েছেন, তারা হচ্ছেন মেশিনের মেয়র। আর, তাবিথ-ইশরাক এরা হচ্ছেন জনগণের মেয়র। তারা মেশিনের মেয়র, আর তাবিথ ইশরাক জনগণের মেয়র।

এসময় অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার বক্তব্যে তাবিথ-ইশরাককে জনগণের মেয়র বলে আখ্যায়িত করেন।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন বলেন, 'এখানে (সমাবেশ স্থলে) ২ জন মেয়র, জনতার মেয়র আছেন সমাবেশের এই জনতা স্বীকার করে নিচ্ছে তারা হচ্ছে জনতার মেয়র। 

আপনারা (আওয়ামী লীগ) ইশরাকের সাথে পারেন না তাবিথের সাথে পারেন না বলে উল্লেখ করেন তিনি।

দুপুর সোয়া দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নজরুল ইসলামের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এর আগে সকাল ১২টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুহূর্মুহূ স্লোগান দেয় তারা।

সমাবেশ শুরুর আগেই ফকিরাপুল থেকে নয়া পল্টনমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, ডা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিক ভাবে শুরু হয় শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২ টায় ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নজরুল ইসলামের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সকাল ১১ টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।


আগামী নিউজ/রাফি/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner