মাগুরাঃ আর্ত মানুষের জন্য বিরামহীন কাজ করে যাচ্ছে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি । করোনা মহামারী শুরুর পর থেকেই অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সংগঠনের সদস্যরা।
সংগঠনের আহবায়ক মাজহারুল হক লিপু জানান, কণ্ঠবীথি বাংলাদেশের অতি পরিচিত আবৃত্তি সংগঠন। করোনা পরিস্থিতিতে আমাদের সব অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। লকডাউনের সময় সাধারণ মানুষের অসহায় পরিস্থিতি দেখে কণ্ঠবীথির সদস্যরা বসে থাকতে পারেনি। সিনিয়র সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সংগঠনের সদস্যরা ছুটে গিয়েছে চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে।
তিনি আরো বলেন, শীতে বিতরণ করা হয়েছে দেড় শতাধিক কম্বল। এরসাথে চলছে অসহায় শিশু ও মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। কণ্ঠবীথি অলাভজনক একটি আবৃত্তি সংগঠন হলেও প্রমাণ করতে পেরেছে ভালো কাজের সদিচ্ছা থাকলে তা বাস্তবায়ন খুব কঠিন কিছু নয়। অনেকেই স্বেচ্ছায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন।
আগামীনিউজ/সোহেল