1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাড়ছে ব্লু ওয়াইল্ডবিস্টের সংখ্যা

মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২১, ০৫:৪৩ পিএম শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাড়ছে ব্লু ওয়াইল্ডবিস্টের সংখ্যা
ছবি সংগৃহীত

গাজীপুরঃ জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান প্রাণী ব্লু-ওয়াইল্ডবিস্টের সংখ্যা বাড়ছে। ২০১৭ সাল থেকে প্রতি বছরই কমপক্ষে একটি করে শাবকের জন্ম দিচ্ছে এ প্রাণীটি। আগে পার্কে এ প্রাণীর সংখ্যা ছিল ১৩টি। বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। রোববার ব্লু বিস্টের পালে নতুন একটি শাবকের সন্ধান পায় পার্ক কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান জানান, রোববার পার্কের আফ্রিকান সাফারীতে মা ওয়াইল্ডবিস্টের সঙ্গে নতুন শাবকের দেখা মিলেছে। তবে শাবকটি মাদি না পুরুষ, তা নিশ্চিত হওয়া যায়নি। জন্ম পরবর্তী নিরাপত্তার জন্য কাউকে ব্লু বিস্টের পালের কাছে যেতে দেওয়া হচ্ছে না।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব দেশগুলোতে ব্লু ওয়াইল্ড বিস্টের বিচরণ রয়েছে। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পার্কে পাঁচটিরও বেশি ব্লু ও ব্ল্যাক ওয়াইল্ড বিস্ট আনা হয়। ১টি মারা যাওয়ার পর বর্তমানে পার্কে কোনো ব্ল্যাক ওয়াইল্ড বিস্ট নেই। পালে চলাফেরা করা ওয়াইল্ড বিস্ট ছোট ঘাস খেতে পছন্দ করে। পুরুষ দুই বছর এবং মাদি বাচ্চা ১৬ মাসে প্রজননক্ষম হয়। প্রাকৃতিক পরিবেশে ২০ ও আবদ্ধ পরিবেশে এরা ২৪ বছর পর্যন্ত বেঁচে থাকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, প্রতি বছরই ওয়াইল্ডবিস্টের প্রজনন ঘটছে। ভবিষ্যতে ওয়াইল্ডবিস্টের আমদানি নির্ভরতা কমে আসবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner