1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোলা চাষ করে লাভবান হয়েছে দুই উপজেলার হাজার কৃষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০২:০০ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকাঃ গোপালগঞ্জ সদর উপজেলার রেঘুনাথপুর, সিলনা ও টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা, বর্ণি এবং রুপহাটি গ্রামের মাঠ জুড়ে শূধু উচ্ছে আর উচ্ছে। যে দিক চোখ যাবে সেদিকে শুধু সবুজ ক্ষেত। দুর থেকে মণে হবে কে যেন সবুজ কার্পেট বিছিয়েছে। এসব উচ্ছে ক্ষেতে ভোর বেলায় তৈরী হয় এক অন্যন্য পরিবেশ।নারী-পুরুষ এক সাথে উচ্ছে সংগ্রহের কাজ করে থাকেন। বিস্তীর্ন ক্ষেতের মাঝে উচ্ছে সংগ্রহের এ দৃশ্য দেখতেও মনমুগ্ধকর।

গোপালগঞ্জ জেলায় এ বছর ৪শ’ হেক্টর জমিতে উচ্ছে বা করোলা চাষ করা হয়েছে।এরমধ্যে বেশীর ভাগ উচ্ছেই চাষ হয়েছে টুঙ্গিপাড়া উপজেলার সিলনা ও গুয়াধানা গ্রামে।গ্রামের প্রায় প্রতিটি কৃষকই তাদের জামিতে উচ্ছের চাষ করেছেন। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় এবং উচ্ছের কোন রোগ বালাই না হওয়ায় ফলন ভাল হয়েছে।উচ্ছে চাষ করে এ এলাকার অন্ততঃ ১ হাজার পরিবারে এসেছে আর্থিক স্বচ্ছলতা।শুধু তাই নয় এ এলাকার উচ্ছে স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে ঢাকাসহ বাইরের জেলা গুলোতে। উচ্ছে কেনা-বেচার জন্য সিলনা গ্রামে অস্থায়ী বাজারও গড়ে উঠেছে।

এলাকার কৃষকেরা জানান, ফলন ভাল হয়েছে।এ বছর দামও ভাল পাচ্ছি।প্রতি কেজি ৬০ টাকা থেকে ৭০ টাকা করে পাইকারী বিক্রি করছি।এ মৌসুসে উচ্ছের চাষ করে আমরা ভালো লাভ পেয়েছি।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner