1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আমরা বিনা পয়সায় পেয়েও প্রকৃতির অনেক কিছু ভোগ করি না!

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ০২:৩৭ পিএম আমরা বিনা পয়সায় পেয়েও প্রকৃতির অনেক কিছু ভোগ করি না!

ড. নিম হাকিম 

আমরা বিনা পয়সায় পেয়েও প্রকৃতির অনেক কিছু ভোগ করি না। আমরা কি এতটাই কৃপণ?

১. সূর্যের আলো ২. চাঁদের কিরণ ৩. রূপসী তারার মেলা ৪. নীল আকাশ ৫. সবুজ শ্যামলিমা ৬. নদীর স্রোত ৭. সাগরের ঢেউ ৮. পাখির কলকাকলি ৯. মুক্ত বাতাস ১০. রাখালের বাঁশি ১১. মানুষের হাসি ১২. মোরগের ডাক ১৩. ঝিঁঝি পোকার অবিরাম শব্দ ১৪. কোকিলের কুহুকুহু ১৫. বেত-ঝাড়ে ডাহুকের কান্না ১৬. রঙ- বেরঙের পদ্ম ১৭. বাহারি শাপলা ১৮. সাদা কাশবন ১৯. গ্রীষ্মের তাপদাহ ২০. বর্ষার ঝড়- বৃষ্টি ২১. শরতের শিশির ২২. হেমন্তের হৈমন্তী ফুল ২৩. শীতের কনকনে ঠাণ্ডা, আর পিঠা-পুলি ২৪. বসন্তের কোকিল ২৫. মৌমাছির গুনগুন ২৬. টিয়া পাখির কিচিরমিচির ২৭. রাতের কামিনী আর বেলি ফুলের সুগন্ধ ২৮. সকালের ঝরেপড়া শেফালি ফুল ২৯. ঝুমকো জবা ৩০. রাতের জোনাকি ৩১. খোলা মাঠে বিচরণ ৩২. টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ ৩৩. ট্রেন চলার সময় রেললাইনে চাকার ঘর্ষণের শব্দ ৩৪. সন্ধ্যায় শিঙ্গার ফুঁক ৩৫. মন্দিরের ঘণ্টাধ্বনি ৩৬. কিয়াং আর গির্জার মন্ত্রপাঠ ৩৭. ভোরের আজান ৩৮. ঘাসে বসা রং- বেরঙের ফড়িং ৩৯. ফুলে বসা প্রজাপতি ৪০. মৌমাছির মধু আহরণ ৪১. শিমুলের রঙিন ফুলে শালিকের নাচন ৪২. পূজা-পার্বণে ঢোলের বাদ্য ৪৩. মাঠে গোচারণ ৪৪. শূকরের দল তাড়াতে তাড়কের হুম-হুম শব্দ ৪৫. বর্ষায় বড় ব্যাঙের ঘ্যাং ঘ্যাং ৪৬. ময়ূরের পেখম মেলা ৪৭. খাবার দিয়ে মুরগি মায়ের বাচ্চাদের ডাকা ৪৮. মাঠভরা পাকা ধান ৪৯. পুকুরভরা মাছ ৫০. মাঝির নৌকা টানা ৫১. গাড়োয়ানের ভাটিয়ালি ৫২. রূপবানের পালা ৫৩. লাঠিয়ালদের লাঠি খেলা ৫৪. অরণ্যে ঘুরে বেড়ানো ৫৫. শীতের রাতে খড়-কুটায় আগুন জ্বেলে তাপ পোহানো ৫৬. গরুর হাম্বা ডাক ৫৭. ছাগলের ভ্যাবানি ৫৮. হাতের মেহেদি ৫৯. বাবুই পাখি বাসা বুনানি ৬০. কৃষানির ধান ওড়ানি ৬১. ঢেঁকিতে ধান বানার কুক-কাক শব্দ ৬২. দুর্গাপূজার আরতি ৬৩. ঈদের জামাতের ছোট-বড়, গরিব-ধনীর একত্র হওয়া, এক সারিতে ভেদাভেদ ভুলে মাত্র বছরে দুবার দাঁড়ানো ৬৪. পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা ৬৫. গাছে পেকে থাকা আম ৬৬. গাছভরা কালো জাম ৬৭. জ্যোৎস্না রাতে বালুচরের বালুর চকচকানি ৬৮. ছাগলের বাচ্চার দুধ খাওয়ানি ৬৯. টং দোকানির চা বানানি ৭০. গরম তেলে পাপড় ভাজা ৭১. জিলাপির প্যাঁচ বানানি ৭২. বধূর শিকা বুনানি ৭৩. মায়ের ঘুম পাড়ানি ৭৪. সারি বেঁধে উঁকুন বিলানি ৭৫. শিশুর পুতুল খেলানি ৭৬. গাছে রশি বেঁধে শিশু-কিশোরদের ঝুল-ঝুলানি ৭৭. মা-বোনদের পাড়া বেড়ানি ৭৮. রথের চাকা ঘুরানি ৭৯. সমুদ্র তীরে লাল কাঁকড়ার আগে-পিছে চল-চলানি ৮০. বর্ষায় ধানক্ষেতে কুঁড়াপাখির টুম-টুমানি ৮১. বর-কনের সাজ-সাজনি ৮২. দল বেঁধে গোল্লাছুট ৮৩. কানামাছির চোখ বাঁধুনি ৮৪. শিশুদের জিলাপাতি ৮৫. ক্লান্ত কৃষক-শ্রমিকের ঝিম ঝিমানো ৮৬. দল বাঁধা শিয়ালের ডাক ৮৭. রাতে হুতুম পেঁচার ডাক ৮৮. জেলের জাল ফেলানি ৮৯. পুকুরপাড়ে গাছে বসা মাছরাঙার মাছ ধরতে তীক্ষ্ণ দৃষ্টি ৯০. বাজপাখির শিকার ধরা ৯১. হকারের ডাকাডাকি ৯২. মায়ের বাচ্চার আদর ৯৩. দুপুরে ফুলের চক-চকানি ৯৪. নদীর পাড়ে বসে ওপারে যাওয়ার অপেক্ষা ৯৫. পদ্ম পাতায় জল ৯৬. বৃষ্টির টাপুর-টুপুর ৯৭. কামারের লোহা পেটানি ৯৮. বধূর গাভী দোহানো ৯৯. গ্রাম্য বধূদের গীত গাওয়ানি ১০০. গ্রন্থ বিতানের মর্মবাণী।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner