1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুই বগির মাঝ থেকে আগুন লাগে, যাত্রীদের চিৎকারে ট্রেন থামান চালক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ১১:১৫ এএম দুই বগির মাঝ থেকে আগুন লাগে, যাত্রীদের চিৎকারে ট্রেন থামান চালক

ঢাকাঃ দুই বগির মাঝখান থেকে লাগা আগুনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে বলে জানিয়েছেন ট্রেনটির কয়েকজন যাত্রী। ট্রেনটির ইঞ্জিনের পেছনে থাকা তিন বগি আগুনে পুড়ে যায়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটায় হঠাৎ করে ট্রেনটির গ্যাসপাইপ থাকা অংশ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।

ট্রেনটির কয়েকজন যাত্রী জানান, ট্রেনটি বিমানবন্দর থেকে তেজগাঁওয়ে উদ্দেশ্যে রওনা হওয়ার পরই তারা দুই বগির মাঝে থাকা ফাঁকা জায়গায় হঠাৎ আগুন দেখতে পান। যাত্রীরা তখন আগুন বলে চিৎকার দিলে চালক ট্রেনটি তেজগাঁও রেলওয়ে স্টেশনের কাছে নিয়ে থামান। এরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। এরপর দমকল বাহিনী আগুন নির্বাপণ করতে সক্ষম হন।

আগুন লাগার ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রীরা আরও জানিয়েছে, ট্রেনটিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই দ্রুত তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। দুই বগির মাঝের ফাঁকা জায়গায় আগুন লাগায় তা আর্থিং ও শর্ট সার্কিট হয়ে আগুন তিন বগিতে ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ট্রেনটিতে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে যায়। তারা আগুন নেভানোর পর একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner