1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পিটার হাসের সঙ্গে আনঅফিসিয়াল কথা হয়েছে : চুন্নু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৫:৫৪ পিএম পিটার হাসের সঙ্গে আনঅফিসিয়াল কথা হয়েছে : চুন্নু

ঢাকাঃ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে চিঠির বাইরেও রাজনীতি এবং বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, চিঠির বাইরেও সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সেগুলো আনঅফিসিয়াল কথা। 

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন চুন্নু। 

চুন্নু বলেন, রাজনৈতিক বিষয়ে তো কথা হয়েছে, সেইগুলো আনঅফিসিয়াল। মতবিনিময় হয়েছে, সৌজন্য কথাবার্তা হয়েছে। এছাড়া অনেক কথাবার্তা হয়েছে।

তিনি আরও জানান, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুয়ের লেখা একটা চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া চিঠি পড়ে বৈঠকে উপস্থিত সবাইকে জানিয়েছেন বলে উল্লেখ করেন চুন্নু। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার যে এখানে(বাংলাদেশ) অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তা চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জাতীয় পার্টি কি জানিয়েছে— এ বিষয়ে জানতে চাইলে চুন্নু বলেন, এটা তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। তাদেরকে কেন জানাবো? বাংলাদেশের জনগণের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner