1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঢাকায় বেড়েছে যান, ঘুরছে না দূরপাল্লার বাসের চাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ১১:৪৩ এএম ঢাকায় বেড়েছে যান, ঘুরছে না দূরপাল্লার বাসের চাকা

ঢাকাঃ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ। শেষ দিন রাজধানীতে অবরোধের অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল অনেকটা বেড়েছে। তবে স্বাভাবিক সময়ের মতো নয়। অন্যদিকে আজও ছাড়ছে না দূরপাল্লার বাস। টার্মিনালেই পড়ে আছে বাসগুলো।

গাবতলী, কল্যাণপুর, কারওয়ানবাজার, মহাখালী, গুলিস্তানসহ বেশ কয়েকটি এলাকায় এসব চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে গাবতলী বাস টার্মিনাল ছিল একেবারেই ফাঁকা। বাস কাউন্টার খোলা থাকলেও যাত্রীর দেখা নেই। অলস সময় পার করছেন কাউন্টারে থাকা লোকজন। অনেককে আড্ডা দিতে দেখা গেছে। মহাখালী বাস টার্মিনালের চিত্রও একই। তবে শুক্রবার সকাল থেকে অবরোধ না থাকায় রাত থেকেই দূরপাল্লার বাস চলাচলের প্রস্তুতি নিচ্ছে দুটি টার্মিনালের বাস কাউন্টারগুলো।

তবে রাজধানীতে চলাচল করা গণপরিবহনের সংখ্যা অন্যান্য অবরোধের দিনের তুলনায় বেড়েছে।

কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারে কথা বলে জানা যায়, বাস মালিক সমিতির মালিকরা বাস চলাচলের ঘোষণা দিলেও যাত্রী নেই। কাউন্টার খুলে বসে থাকলেও যাত্রীর দেখা নেই। তবে রাতে যাত্রী আসতে পারে বলে ধারণা করছেন তিনি।

দূরপাল্লার বাস বন্ধ থাকলেও রাজধানীতে চলাচল করা গণপরিবহনের সংখ্যা আজ তুলনামূলক বেড়েছে। কল্যাণপুরে কিছু সময় পরপরই অনেক বাস আসতে দেখা গেছে। কিছু ভিড় ঠেলে উঠতে হলেও খুব সড়কে যানজট কম থাকায় দ্রুত বাসগুলো নিজ নিজ গন্তব্যে যাচ্ছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মাঝপথেই পণ্ড হয় যায় দলটির মহাসমাবেশ।

সমাবেশ বানচালের প্রতিবাদে পরের দিন (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপি হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়।

এরপর রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে দুই দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমান বিরোধী দলগুলো।

কর্মসূচি ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচিতে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

অবরোধে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক সমিতি বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিলেও যাত্রী সংকটে দূরপাল্লার বাস চলছে কম।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner