1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লাখের নিচে নামল স্বর্ণের ভরি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১১:৩৪ পিএম লাখের নিচে নামল স্বর্ণের ভরি
ফাইল ছবি

ঢাকাঃ দেশের বাজারে রেকর্ড দামের পর লাখের নিচে নামল স্বর্ণের দাম। ভরিপ্রতি এক হাজার ২৮৪ টাকা কমিয়ে বর্তমানে ভালো মানের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে গত ২৫ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। ফলে ওই সময় ভালো মানের প্রতিভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ এক হাজার ২৪৪ টাকায় দাঁড়ায়। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।


নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। পাশাপাশি এক হাজার ২২৫ টাকা কমিয়ে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৯৫ হাজার ৪১১ টাকা এবং এক হাজার ৪৯ টাকা কমিয়ে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮১ হাজার ৭৬৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণে ৯৩৩ টাকা কমিয়ে নতুন দাম ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।


তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতিভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে সনাতন পদ্ধতির রূপা ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা দরেই বিক্রি হচ্ছে।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner