1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ মৃত্যু: সেই চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ১১:৩০ এএম ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ মৃত্যু: সেই চালক গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। চালকের সহকারী আকাশ ওরফে বুলেট এখনো পলাতক।

আজ সকালে র‌্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাতে জানানো হয়েছে, ঝালকাঠির ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় বাসের চালককে গ্রেফতার করেছে র‍্যাব। এ বিষয়ে আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে তুলে ধরবেন র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

এর আগে সোমবার (২৩ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে।

গত রোববার (২২ জুলাই) রাতে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর বাদী হয়ে বাস দুর্ঘটনার ঘটনায় তিনজনের নামে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- ‘বাসার স্মৃতি’ বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) এবং চালকের সহকারী আকাশ (১৭)।

গেল শনিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি বাস। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ১৭ জনকে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner