
ঢাকাঃ দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ দীর্ঘদিন স্থিমিত থাকার পর তা আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৩২ জন।
দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৬৭ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৩ হাজার ৯১৩ জন।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। ফলে এ নিয়ে মোট সুস্থ হলেন ২০ লাখ ১০ হাজার ৮১৫ জন।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৭৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
বুইউ