1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফেনীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৬:৫৭ পিএম ফেনীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক
ফাইল ছবি

ফেনীঃ ফেনীতে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের ট্রাংক রোড ও ইসলামপুর রোডে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সংবাদ সংগ্রহের সময় মোহনা টিভি ও স্থানীয় দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয় ও মুস্তাফিজ মুরাদসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, একই দিনে বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু বিএনপির পদযাত্রা কর্মসূচির শেষের দিকে দলীয় নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফেনীর জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে দাউদপুর থেকে ইসলামপুর রোডে যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় নেতাকর্মীরা ক্ষেপে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এতে আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

এদিকে বিকেল সাড়ে ৫টায় ফেনী পৌরসভা থেকে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner