ঢাকাঃ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরেন্টোতে কনসাল জেনারেলের দায়িত্বে থাকা মো. লুৎফর রহমানকে ভিয়েতনামে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত সামিনা নাজের স্থলাভিষিক্ত হবেন। আর সামিনা রাষ্ট্রদূত হিসেবে মিসরে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা লুৎফর রহমান ১৯৯৮ সালে কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন। কর্মজীবনে তিনি মুম্বাইতে বাংলাদেশের উপ হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি হ্যানয়, করাচি, রিয়াদ ও রাবাতের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করা লুৎফর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। তিনি দুই সন্তানের জনক।
এমআইসি