1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এক দশকে দেশে রেমিটেন্স এসেছে ১৫৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৬:২৭ পিএম এক দশকে দেশে রেমিটেন্স এসেছে ১৫৩ বিলিয়ন ডলার

বাংলাদেশ থেকে ১৭৩টি দেশে কাজ করতে যাওয়া কর্মীরা ১০ বছরে রেমিটেন্স পাঠিয়েছেন ১৫৩ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছরে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ১৫৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশের বেকার জনগোষ্ঠীর মধ্যে ৬৬ লাখ ৩৩ হাজার ২৫৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংরক্ষিত সংসদ সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০০৯ সাল হতে বর্তমান সরকারের ২ মেয়াদে ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও ৬৪ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ মোট ৭০টি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যমে ৫৫টি ট্রেড দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া আরবি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ (ক্যান্টিনিজ ও ম্যান্ডারিন) জাপানিজসহ মোট ৫টি ভাষায় শিক্ষা প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার তৃতীয় বারের মতো ক্ষমতা গ্রহণের পর ২০১৯ সালে ১০৮টি দেশে ৭ লাখ ১৫৯ জন কর্মী পাঠানো হয়েছে।

বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৭৩টি দেশে কর্মী পাঠানো হচ্ছে।

এদিন বিকাল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।

রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে তার ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হয় এবং শোক প্রস্তাব গ্রহণ শেষে দিনের কার্যসূচি মূলতবি ঘোষণা করা হয়।

আগামীনিউজ/শাই/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner