ঢাকাঃ ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১১ মে) মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালনরত অবস্থায় তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। প্রয়াত শিরীন আবু আকলেহ যুগে যুগে সাহসী সাংবাদিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।
আল-জাজিরার কয়েকজন সাংবাদিক ও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে ইসরায়েলি সেনারা জেনিন শহরে অভিযান চালায়।
সেখানে ছিলেন শিরিন আবু আকলেহ। ওই সময় একটি গুলি সরাসরি মাথায় এসে লাগে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এমএম