ঢাকাঃ সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে মুহিতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
দুইটার দিকে সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার কথা থাকলেও তার প্রায় দুই ঘণ্টা আগে নেওয়া হয় লাশ। গুলশান আজাদ মসজিদে জানাজার পরই লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। খবরটি জানার পরই মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সবাই হাতে ফুল নিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানান দেশের সফল এই অর্থমন্ত্রীকে। ফুল দিতে আসা অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়।
এর আগে বেলা ১১টার দিকে গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মুহিতের মরদেহ সড়কপথে সিলেট নেওয়া হবে। রোববার সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত গতকাল শুক্রবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।
গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
৮৮ বছর বয়সী মুহিত আওয়ামী লীগ সরকারে টানা দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমানের পাশাপাশি মুহিতও সবচেয়ে বেশি বার জাতীয় বাজেট পেশ করেন।
মুহিত ২০০৮ সালে সিলেট-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরের সংসদ নির্বাচনেও নির্বাচিত হন তিনি।
এমএম