1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পাহাড়ে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে, এর ভেতরে ষড়যন্ত্র রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০১:২২ পিএম পাহাড়ে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে, এর ভেতরে ষড়যন্ত্র রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পাহাড়ে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে। আমরা মনে করি, এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে।’

তিনি বলেন, ‘শান্তিচুক্তি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের আর্মি ক্যাম্পগুলো আমরা সরিয়ে নিয়ে আসছি। সেখানে আমরা একে একে পুলিশ দেওয়া শুরু করেছি।’

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাহাড়ের এ অশান্তি আজকের নয়, শান্তি চুক্তির মাধ্যমে এটা শেষ হয়েছে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে, যেমন— সেনাবাহিনীর ওপর আক্রমণ করা। আমরা মনে করি এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে।’

এছাড়া র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগির তাদের সামনে আনা হবে। যারা টাকা পাঠিয়েছে তাদের খতিয়ে দেখা হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নেই জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner