1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বস্তিতে আজ থেকে করোনার টিকাদান শুরু

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৮:৫৩ এএম বস্তিতে আজ থেকে করোনার টিকাদান শুরু
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনা প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচী আজ মঙ্গলবার থেকে নতুন যাত্রা শুরু করবে। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আজ থেকে বস্তিবাসীদের টিকাদান কর্মসূচী। প্রাথমিকভাবে এ বস্তির ৩ লাখ বাসিন্দাকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব বস্তিতে টিকাদান কর্মসূচী চালানো হবে। শুধু তাই নয় আমরা গার্মেন্টস শ্রমিকদেরও টিকার আওতায় নিয়ে আসার কাজ শুরু করেছি। শীঘ্রই বৃহৎ আকারে তাদেরও টিকাদান কর্মসূচী শুরু হবে।

সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে কোভিড-১৯ টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী জানান, বস্তিবাসী সবাই সিনোফার্মের টিকা পাবেন। সবাইকে টিকার আওতায় আনাই সরকারের লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, মহাখালীর সবচেয়ে বড় বস্তি কড়াইল। সেখান থেকেই শুরু হবে টিকাদান কর্মসূচী। ওখানে প্রায় ৩ লাখ মানুষ বসবাস করে। তাদের আমরা প্রথমে টিকার আওতায় আনব। নিবন্ধনের মাধ্যমেই তাদের টিকা দেয়া হবে। সেখানে থাকবে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা।

বস্তিবাসীর যাদের নিবন্ধন নেই তাদের কীভাবে টিকা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এখানে উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন স্পটে নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।

টিকা কর্মসূচির পরিচালক ডা. শামছুল আলম বলেন, এর আগে আমরা বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকাদান ঠিকভাবে দেওয়া হয়নি। এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তবে এবার আর ক্যাম্পেইন না করে আমাদের লক্ষ্য পুরো বস্তির সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা। এটা যতদিন শেষ না হবে টানা চলবে।

তিনি আরও বলেন, ওখানে মানুষ আছে তিন লাখ; তবে সেখানে তো অনেকে টিকা নিয়েছে। যারা নেয়নি তাদেরই আমরা টিকা দেবো। তবে অবশ্যই ১৮ বছর বয়সীদের দেওয়া হবে, এর নিচে নয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে দুই ডোজ মিলিয়ে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner