1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

আজ হচ্ছেনা স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১২:০১ পিএম আজ হচ্ছেনা স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক । ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ অনিবার্যকারণবশত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেনেভা সফর, ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। 

বুধবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যবর্তী যে কোনো সময়ে স্বাস্থ্যমন্ত্রী মিডিয়া ব্রিফিং করবেন। কিন্তু একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ বিড়ম্বনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। আগামী সপ্তাহের শুরুতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ২৭ সেপ্টেম্বর রাত পৌনে ২টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যুরো মিটিংয়ে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্যমন্ত্রী। সফর শেষে গতকাল বুধবার (৬ অক্টোবর) সকালে সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরেন স্বাস্থ্যমন্ত্রী।

জেনেভায় স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপ-সচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner