ঢাকাঃ ওমানের মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি-২২ ফ্লাইট ঢাকা আসার পথে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করা বিমানের বাংলাদেশী পাইলট নওশাদ আতাউল কাইউম লাইফ সাপোর্টে আছেন। রোববার বিকেল ৩টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওমানের মাস্কট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমান বিজি-২২ ফ্লাইটটি হঠাৎ ভারতের নাগপুর বিমান বন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে ১২৪ জন যাত্রী ছিলেন। হঠাৎ পাইলট নওশাদ আতাউল করিম অসুস্থবোধ করলে ভারতের ওই বিমান বন্দরে জরুরি অবতরণ করেন। জরুরি অবতরণের খবরের পর জানা যায় পাইলট হার্ট অ্যাটাকের শিকার হন। পরে তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসেছেন। পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।