1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শাহজালাল বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০২:০৭ পিএম শাহজালাল বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রাসহ আটক-১
ফাইল ছবি

ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়ালসহ প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ ১ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

সোমবার বেলা ১১টায় বিমানবন্দরে এপিবিএন কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান এপিবিএনের এডিশনাল এসপি জিয়াউল হক পলাশ।

এর আগে সোমবার (২৬ জুলাই) জাহাঙ্গীর গাজী নামের এই যাত্রীকে আটক করা হয়। এই যাত্রী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক মো. জাহাঙ্গীর গাজী মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রনছগাজী বাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

জিয়াউল হক বলেন, আজ সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটের একজন যাত্রী জাহাঙ্গীর গাজী। তাকে সর্বশেষ গেইটে আমরা আটক করি।

তিনি জানান, বাংলাদেশি টাকার মূল্যমানে সর্বমোট আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

তার কাছ থেকে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে সৌদি রিয়াল ১১ লাখ ৬৫ হাজার, এইডি ১৮ হাজার ৬৩৫, ইউরো ৬৭০০, ওএমআর এক হাজার ৩৫০, কেডি ১৪০, টিবি ২০, এমওয়াইআর ১ এবং বাংলাদেশি সাত টাকা উদ্ধার করা হয়েছে।

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner