1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চিকিৎসককে জরিমানায় সমালোচনার ঝড়

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৯:৪৩ এএম চিকিৎসককে জরিমানায় সমালোচনার ঝড়
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ লকডাউনের প্রথমদিনে রাজধানীর বেশ কিছু জায়গায় পুলিশি হয়রানির মুখে পড়েছেন চিকিৎসার সাথে নিয়োজিতরা। পরিচয়পত্র দেখানোর পরও তাদের অনেককে আটকে রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া ছাড়াও করা হয়েছে জরিমানা।  

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্কয়ার হাসপাতালের চিকিৎসক নাজমুল হককে তিন হাজার টাকা জরিমানার বিষয়টি আলোচিত হয়। তার চিকিৎসক স্ত্রী ইসরাত জাহান জরিমানার সেই স্লিপটি যুক্ত করে ফেসবুকে পোস্ট দিলে তা ছড়িয়ে পড়ে। পরে নাজমুল ইসলামের জরিমানা মওকুফ করা হয়।

বুধবার রাতে চিকিৎসক নাজমুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের একটি সূত্র গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

নাজমুল ইসলাম বলেন, পুলিশের একজন কর্মকর্তা ফোন করে জরিমানার টাকা ফিরিয়ে দেবেন বলে জানান। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাকে টাকা ফেরত নিয়ে যেতে বলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জরুরি সেবায় নিয়োজিতদের ভোগান্তির কথা স্বীকার করে বলা হয়েছে, যারা পরিচয়পত্র দেখিয়েছেন তারা সমস্যায় পড়েননি। তবে, কিছু কিছু জায়গায় অল্প কয়েকজন সমস্যায় পড়েছেন। আগামী দিন থেকে তাদেরকে সহায়তা করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিআরএস) জানিয়েছে, পরিচয়পত্র দেখানোর পরও  চিকিৎসকদের কাউকে কাউকে জরিমানা করা হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া, এমনকি ঘণ্টাব্যাপী পর্যন্ত সড়কে আটকে জেরা করা হয়েছে।  

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner