ঢাকাঃ করোনা সংক্রমণ বাড়ায় সরকারের ঘোষিত সাতদিনের লকডাউনে শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মানার শর্তে কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দ্রুত করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণের স্বার্থে দুই একদিনের মধ্যে সাতদিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউনের সময় কল-কারখানা খোলা থাকবে। শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বিভিন্ন শিফটিংয়ের শর্তে এই কারখানাগুলো খোলা থাকবে।
তিনি আরো বলেন, লকডাউনের সময় জরুরি সেবাদান প্রতিষ্ঠান খোলা থাকবে।
আগামীনিউজ/এএস