1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মতিঝিলে আদমজী কোর্ট ভবনে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ২২, ২০২১, ০২:৪৭ পিএম মতিঝিলে আদমজী কোর্ট ভবনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে অগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

সোমবার (২২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লিমা খানম বলেন, বকচত্ত্বর আদমজী কোর্ট ভবনের সাত তলায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে ১৩টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ওই ভবনে এনআরবিসি ব্যাংকের শাখা রয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, যে দুটি ফ্লোরে আগুন লেগেছে, সেগুলো মূলত গুদাম হিসেবে ব্যবহার করে কর্তৃপক্ষ। পুরোনো কাগজ এবং কিছু ফার্নিচার রয়েছে ওই ফ্লোরে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই ফ্লোরে কেউ আটকা পড়ার কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner