ঢাকাঃ মারা গেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র প্রতিষ্ঠাতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সফিকুল হক চৌধুরী। তার বয়স হয়েছিল ৭০ বছর।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। সফিকুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফারজানা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার বাদ জুমার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
১৯৭৮ সালে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা প্রতিষ্ঠা করেন সফিকুল হক চৌধুরী। সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
আগামীনিউজ/এএইচ