ঢাকাঃ করোনায় মারা গেলেন বাংলাদেশ বেতারের (জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের) পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ অক্টোবর) ভোরে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে মারা যান তিনি।
বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির দফতর সম্পাদক জ্যোতির্ময় গোলদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তিনি বলেন, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন মাসুদ হাসান। তার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হলে গত ১১ অক্টোবর তাকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে তিনটাই তিনি মারা যান।’
আগামীনিউজ/জেহিন