1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০, ১২:০৪ পিএম দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের  পদত্যাগ
ছবি সংগৃহীত

ঢাকাঃ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও অ্যাডভোকেট মুরাদ রেজা। 

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন মুরাদ রেজা। 

তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। 

‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন’ উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, `পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছি। একান্ত ব্যক্তিগত কারণে পতদ্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে কিছু নেই।’

মমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের গত (১ জুলাই) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। এর আগে ২০০১-২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি। তারও আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৮ সালের আগস্টে হাইকোর্টের ও ২০০১ সালের (২৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে বার কাউন্সিলের তালিকাভুক্ত হন। মমতাজ উদ্দিন ফকিরের জন্ম ১৯৬১ সালে কিশোরগঞ্জে।

এদিকে গত বৃহস্প‌তিবার (৮ অক্টোবর) দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেয়া হয়। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি।

উল্লেখ্য, গেল ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবে আলম গেল ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। 

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner