ঢাকাঃ (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর মর্মান্তিক হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে দুই সরকারি কর্মচারীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি মো. আমিরুল ইসলাম।
তিনি বলেন, ঘোড়াঘাটের ইউএনও ও তার বাবার ওপর হামলায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আটককৃত দুজন হলেন- উপজেলা ভূমি অফিসের ড্রাইভার ইয়াসিন আলী (৩০) ও উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম (৩৮)।
উল্লেখ্য, গেল বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা জামান ও তার বাবাকে ঘরে ঢুকে কুপিয়ে জখম করে দুইজন দুর্বৃত্ত।
পরে মাথায় গুরুতর আঘাত পাওয়া ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট হাসপাতালে তার মস্তিষ্কে অপারেশন করা হয়। অপারেশনের পর তার জ্ঞান ফেরে, তবে তাঁর শরীরের ডান পাশ অসার হয়ে গেছে।
আগামীনিউজ/ড্যানি