1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনায় বিসিকের উপ-মহাব্যবস্থাপকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশিত: আগস্ট ১৮, ২০২০, ১০:৪০ পিএম করোনায় বিসিকের উপ-মহাব্যবস্থাপকের মৃত্যু
ছবি; সংগৃহীত

ঢাকাঃ করোনায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রংপুর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান মারা গেছেন । তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি পাঁচ ভাই, এক বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিসিক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তামান্না রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। এক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তামান্না রহমান গত ৭ আগস্ট থেকে নিউমোনিয়াজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরে করোনাভাইরাস পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি ১৯৬৪ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ইউডিপি প্রকল্পে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে উপ-ব্যবস্থাপক হিসেবে রাজস্ব খাতে আত্মীকরণের মাধ্যমে নিয়মিত হন।

এদিকে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সর্বশেষ (১৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো  তথ্য অনুযায়ী, 

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৭৪০ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২০০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৩৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৬২ হাজার ৮২৫ জন।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner