1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনা সংক্রমণ এড়াতে মানুষকে সচেতন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১০, ২০২০, ০৭:৩৮ পিএম করোনা সংক্রমণ এড়াতে মানুষকে সচেতন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি : সংগৃহীত

ঢাকা : কোভিড-১৯ সংক্রমণ কমাতে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে সতর্ক ও সচেতন করার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করারও নির্দেশ দেন।

সোমবার (১০ আগস্ট) সকালে মন্ত্রি পরিষদের সভায় অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। 

প্রধানমন্ত্রী আরও বলেন, উজানে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। একইসাথে দীর্ঘস্থায়ী বন্যা মোকাবেলায় পুনর্বাসনের সার্বিক প্রস্তুতি নেয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 

সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারপ্রধান এই নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

আজ মন্ত্রী সভা কমিটি চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তাসহ তাদের সার্বিক কল্যাণে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।

এছাড়াও রহনপুর ও সিঙ্গাবাদ দিয়ে নেপাল যাতে রেলপথে মালামাল আনা নেয়া করতে পারে এজন্য ট্রানজিট চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। 

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও নেপাল সরকারের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে ‘অ্যাডেনডাম টু দ্য প্রটোকল টু দ্য ট্রানজিট এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্মেন্ট অব দ্য ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner