
ঢাকা : কোরবানি ঈদ এবং পরবর্তী কয়েকদিন দেশজুড়ে অস্বস্তিকর গরমে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। কয়দিন যাবত কোনও কোনও জায়গায় অল্প বিস্তর বৃষ্টি হলেও রাজধানী ঢাকা ও খুলনাসহ অনেক জায়গায় বয়ে যাচ্ছিল তাপপ্রবাহ। এরইমধ্যে সাগরে লঘুচাপ থাকায় বাতাসে আদ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হয় দেশবাসীর।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোনও এলাকায় কম আবার কোনও এলাকায় বেশি। সড়কেও পানি জমেছে। তবে রাজধানীতে সকাল থেকেই কখনও রিমঝিম কখনও ঝমঝমিয়ে নামা বৃৃষ্টিতে কিছুটা শীতল হয়েছে প্রকৃতি, স্বস্তি পাচ্ছেন নগরবাসী।
একদিকে শ্রাবণ মাসে বৃষ্টির পরিবর্তে প্রচণ্ড গরম অন্যদিকে কোরবানির মাংস খেয়ে অনেকে অসুস্থবোধও করছিলেন। অবশেষে এ বৃষ্টিতে কিছুটা হলেও স্বাচ্ছন্দ ফিরেছে নগরে।
ঈদের ছুটি শেষে অফিস আদালত খুলেছে। হঠাৎ করে আসা এ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকায় কাকভেজা হয়ে কেউ কেউ ছুটেছেন অফিসে। ব্যবসায়ী ও দোকানপাটের লোকজন রাস্তায় বের হয়ে নাস্তানাবুদ হচ্ছেন। যানবাহন সঙ্কট তো আছেই। কোথাও যাতায়াত করতে মানুষকে বেশ বেগ পেতে হচ্ছে। অল্প কিছু সিএনজি বা রিক্সা চলাচল করলেও বৃষ্টির অজুহাতে হাঁকিয়ে নেন বাড়তি ভাড়া।
এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আগামীনিউজ/এসপি