1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২২, ২০২০, ০২:৫৯ পিএম এবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে অব্যাহতি

ঢাকা : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের পরদিনই অধিদপ্তরের পরিচালক, উপ-পরিচালক পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

এ প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসানকে অব্যাহতি দেয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন দেয়া হবে।

বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা টেস্ট জালিয়াতির অভিযোগে সিলগালা করা রিজেন্ট হাসপাতাল ও জিকেজি হেলথ কেয়ারের হাসপাতাল পরিচালনা ও করোনা চিকিৎসার জন্য অনুমোদন দেয়ার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। মঙ্গলবার সন্ধ্যার পর জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে নিয়োগ সম্পন্ন হবে।

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner