1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বৃষ্টি ঝরবে সপ্তাহজুড়েই

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ০৯:১৩ এএম বৃষ্টি ঝরবে সপ্তাহজুড়েই
সংগৃহীত ছবি

ঢাকা: ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২১-এ আষাঢ়। তবে গত কয়েক কদিন ধরেই আকাশ ক্ষণে ক্ষণে মেঘলা। এই বৃষ্টি, এই রোদ। মেঘ আর রোদের এই লুকোচুরির মধ্যেই শেষের দিকে আষাঢ়।

এদিকে, আজ ভোর রাত থেকে রাজধানী ঢাকায় বেশ বৃষ্টি হয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী দুদিন দেশের বিভিন্ন অঞ্চলসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আরো বাড়তে পারে। তবে সপ্তাহজুড়েই সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, আগামী দুদিন, বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। ওদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও বৃষ্টি হবে। তাছাড়া এই বৃষ্টি এই সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। সপ্তাহজুড়ে এই বৃষ্টি থেমে থেমে চলবে সারাদেশেই। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত নেই। 

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner