1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল সংশোধন হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুন ২৯, ২০২০, ০২:২৪ পিএম ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল সংশোধন হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী 
সংগৃহীত ছবি

ঢাকা: করোনা পরিস্থিতিতে তৈরি করা ত্রুটিপূর্ণ বিল নিয়ে যে অভিযোগ এসেছে তা দ্রুত সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে পর্বে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। 

চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ায় সরকার সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা এবং এলাকাভিত্তিক লকভাউন কার্যকর করে। এতে গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে আবাসিক গ্রাহকদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল সারচার্জ ছাড়া ৩০ জুনের মধ্যে পরিশোধের সুযোগ দেয়। ফলে অধিকাংশ গ্রাহক বিল পরিশোধ হতে বিরত থাকায় বিপুল পরিমাণে বকেয়ার সৃষ্টি হয়েছে।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ত্রুটিপূর্ণ বিল দ্রুত সংশোধন ছাড়াও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে আরো পাঁচটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা হলো, কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা, মাসভিত্তিক পৃথক পৃথক বিদ্যুৎ বিল তৈরি করা, একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা, মে মাসের বিদ্যুৎ বিল (যা জুন মাসে তৈরি হচ্ছে) মিটার দেখে সঠিকভাবে প্রস্তুত করা এবং মোবাইল, বিকাশ, জি-পে, রবিক্যাশ, অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ সৃষ্টি।

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner