1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঈদ উপলক্ষে মসলার দাম বৃদ্ধি, ভোক্তা অধিদফতরের অভিযান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৯, ২০২০, ০৫:১৪ পিএম ঈদ উপলক্ষে মসলার দাম বৃদ্ধি, ভোক্তা অধিদফতরের অভিযান

ঢাকা: রাজধানীর মৌলভীবাজারের মসলার পাইকারি বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবারের (৯ মে) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রচার সংরক্ষণ না করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা রহমান এবং বিকাশ চন্দ্র দাস।

অভিযান প্রসঙ্গে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে মসলাসহ আনুষঙ্গিক পণ্যের দাম বেড়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে। বিষয়টি তদারকি করতে আজকে মৌলভীবাজারে অভিযানে যাই। এ সময় আমরা দেখছি, বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করছেন না। তারা অনৈতিকভাবে পণ্যের অতিরিক্ত দাম নিচ্ছেন।

তিনি বলেন, অন্যতম মসলা জিরা সর্বোচ্চ ২৭৮ টাকা বিক্রি করার কথা। কিন্তু পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে ৩৫০ টাকা থেকে ৩৮০ টাকা। লবঙ্গের অবস্থা আরও ভয়াবহ। ৫৩১ টাকা পাইকারি বাজারে বিক্রি করার কথা থাকলেও বিক্রি করা হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা। অন্যান্য মসলার দামও কারণ ছাড়াই বাড়িয়েছে। পাইকাররা কোনো ক্রয় রশিদ বা দামের প্রমাণপত্র দেখাতে পারছেন না।

অভিযানে অতিরিক্ত মূল্য রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

আগামী নিউজ/ আরিফ/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner