1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যানবাহনে জীবানুনাশক ছিটানোর দাবি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি‍‍`র 

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৬, ২০২০, ০৪:৪৯ পিএম যানবাহনে জীবানুনাশক ছিটানোর দাবি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি‍‍`র 
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখতে সব সড়ক-মহাসড়কের প্রবেশদ্বারে যানবাহনে জীবাণুনাশক (ব্লিচিং পাউডার মেশানো পানি) ছিটাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (৬ মে) দেশের গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ আহবান জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে গণপরিবহন বন্ধ করে। সম্প্রতি সরকারি আদেশেই ধীরে ধীরে গার্মেন্টস, কলকারখানা, দোকান ও শপিং মল চালু করায় মানুষ নানা উপায়ে কর্মস্থলের দিকে ছুটছে। ব্যক্তিগত পরিবহন, পণ্যবাহী গাড়ি অথবা সিএনজি অটোরিকশা, হিউম্যান-হলার, ব্যাটারিচালিত ইজিবাইকে করে জীবন-জীবিকার তাগিদে, জরুরি প্রয়োজনে লোকজনের যাতায়াত বাড়ছে। এ পরিস্থিতিতে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো নিরাপদ করা না গেলে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়বে।

এ অবস্থায় স্ব-স্ব সিটি করপোরেশন, ওয়াসা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানোর জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে ওয়াসা, সিটি করপোরেশন ও পৌরসভা যৌথভাবে প্রতিদিন দেশের প্রতিটি সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্টপেজে সাবানসহ হাত ধোয়ার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।

আগামী নিউজ/ ইমরান/ তাওসিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner